বিজয়পুরের ‘মাটির টাইলস’ যাচ্ছে ইউরোপ-আমেরিকায়
    			
    			
    			
    			    কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর। মৃৎশিল্পের জন্য প্রসিদ্ধ এই জনপদে তৈরি হচ্ছে নান্দনিক টেরাকোটা। স্থানীয়দের কাছে এগুলো মাটির টাইলস নামে পরিচিত। শিল্পীদের হাতের ছোঁয়ায় মাটির গায়ে ফুটে ওঠা এসব টেরাকোটা বা মাটির টাইলস দেশের সীমানা পেরিয়ে চলে যাচ্ছে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের…